তাহিরপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের, আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রিক্সা লেগে ঘরের টিন নষ্ট হওয়ায় দু-পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আব্দুল হাই (৭০) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩মার্চ) রাত ১২টায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিন চারজনকে আসামি করে তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন।
নিহত মোহাম্মদ আব্দুল হাই উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রামে মৃত সামাদ আলীর ছেলে।
এরপূর্বে সোমবার সন্ধা ৬টার দিকে নিহতের বাড়ির উঠানে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনা স্থল থেকে আনফর আলী(৩০) নামে একজনকে আটক করেছে। তিনি একই ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মোঃ রইস মিয়ার।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাগনে কাছ থেক জানাযায়,গত রবিবার সকালে মোহাম্মদ আব্দুল হাইয়ের মেয়ের জামাই ফারুক মিয়া একটি অটো রিকশা নিয়ে শুশুর বাড়িতে যান। যাওয়ার পথে শুশুরের পাশে হেকিম মিয়ার ঘরের টিনের বেড়ায় অটো রিকশা লেগে সামান্য অংশ ভেঙে যায়। এই নিয়ে হেকিম মিয়া ও তার স্ত্রী ক্ষতিপূরন দাবী করেন ফারুক মিয়া একটি নতুন টিন দিবেন বলে জানিয়ে চলে যায়। কিন্তু সোমবার সন্ধায় পর্যন্ত টিন না দেওয়ায় মোহাম্মদ আব্দুল হাইয়ের মেয়ে আছমা ও হেকিমের স্ত্রীর মধ্যে এনিয়ে কয়েক দফা ঝগড়া হয়। এক পর্যায়ে হেকিমের ফুফাতো ভাই আনফর আলী এই সংবাদ শুনে উত্তেজিত হয়ে নিহতের বাড়িতে এসে আছমাকে মারপিট করতে থাকে। এসময় আছমার চিৎকার শুনে তার বৃদ্ধ পিতা আব্দুল হাই ও তার ভাই আক্তার হোসেন এগিয়ে আসলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে বৃদ্ধ আব্দুল হাই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাদাঘাট বাজারে অবসর প্রাপ্ত্য উপসহকারী মেডিকেল অফিসার ডাক্তার হাফিজ উদ্দিনের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত্যু ঘোষণা করেন। পুলিশ সংবাদ পেয়ে ডাঃ হাফিজ উদ্দিন কমপ্লেক্স এসে লাশ উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠায়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী থানায় মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যহত আছে।