শাবির ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন সহকারী প্রভোস্ট কানিজ-মারিয়া

মোঃ নুর আলম, শাবিপ্রবি প্রতিনিধি :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের সহকারী প্রভােস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মারিয়া সুলতানা।
মঙ্গলবার (১৪ মার্চ) উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোাগ সুবিধা প্রাপ্য হবেন।এ আদেশ তাঁদের যােগদানের তারিখ থেকে কার্যকর হবে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারী করা হলো।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন