বানিয়াচংয়ে শিক্ষা বাজেট বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভা

দিলোয়ার হোসাইন, বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে জেন্ডার লেন্স ব্যাবহার করে শিক্ষা বাজেট বিশ্লেষণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রশাসন এসেড হবিগঞ্জ ও গণস্বাক্ষরতা অভিযান এর আয়োজনে এবং মালালা ফান্ডের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন এসেড হবিগঞ্জ এর চীফ প্রোগ্রাম ম্যানেজার জামিল মোস্তাক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা লিটন দাস, সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য ইমরান হাসান, প্রধান শিক্ষক হেমায়েত আলী খান,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, প্রধান শিক্ষক মান্নান চোকদার, সজীব খান,অঞ্জন দেব,ভানু চন্দ চন্দ, তথ্য আপা নুপুর মোহন্ত,মহিউদ্দিন আগা খান,মাওঃ সাদিকুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা নারী শিক্ষা নির্বিঘ্ন ও চলমান রাখার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানিয়েছেন। এছাড়া নারী-পুরুষ সমতার ভিত্তিতে শিক্ষা বাজেটে বরাদ্ধ রাখার জন্য দাবি জানিয়েছেন।