গোলাপগঞ্জে আশফাকুজ্জামান আশু মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জ এলজিইডি ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান আশু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লক্ষণাবন্দ নিজ গ্রামে তিনি মৃত্যু বরণ করলে আছরের নামাজের পর ঐ এলাকার হাফিজিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, জেলা পরিষদ সদস্য ফয়জুল ইসলাম ফয়ছল, জেলা এলজিইডি ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল ফজল চৌধুরী সাহেদ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, সাংগঠনিক সম্পাদক রিপন চৌধুরী, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি মশাহিদ আলী, গণ দাবী পরিষদ নেতা ডা. হাবিবুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা ডা. মোঃ ইব্রাহীম, ইউপি সদস্য আব্দুল মালেক, যুব নেতা বাবুল আহমদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।