ন্যাশনাল ডিফেন্স কোর্সের ব্রিফিং অনুষ্ঠানে সম্মাননা স্মারক পেলেন পুলিশ কমিশনার

দৈনিকসিলেটডটকম
বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে “ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৩” এর যৌথ বিফ্রিং ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি, সিলেট এঁর যৌথ আয়োজনে ব্রিফিং এ বাংলাদেশ ও বিভিন্ন দেশ হতে আসা মিলিটারি অফিসারগণ অংশগ্রহণ করেন।
মঙ্গলবার ( ১৪ মার্চ) অনুষ্ঠিত এ ব্রিফিং অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন