খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আনছার আলীর গনমিছিল

সিলেট সদর উপজেলা প্রতিনিধি :
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বর্তমান মেম্বার আনছার আলীর টিউবওয়েল মার্কার সমর্থনে এক বিশাল গণমিছিল ও নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ১ টার সময় গণমিছিল শুরু হয়। গন মিছিলটি ৭নং ওয়ার্ডের সবকটি গ্রামের সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপথ গ্রামে গিয়ে শেষ হয়।
পরে বিকাল সাড়ে ৩টায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। গনমিছিল ও জনসভায় ৭নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
শেষ নির্বাচনী জনসভায় ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বর্তমান মেম্বার আনছার আলী বলেন, ৭নং ওয়ার্ডের সম্মানিত জনগণ আপনারা আমাকে ২০১৬ সালে ভোট দিয়েছিলেন বলে আমি আপনাদের ৭ বছর সেবা করার সুযোগ পেয়েছি। ২০১৬ সালের নির্বাচনে আমাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করেছিলেন। আপনাদের সেই ভালবাসা আমি কোন দিন ভুলতে পারব না। আমি কি করতে পেরেছি তা আপনারা সবাই জানেন। এবার আমাকে আমার টিউবওয়েল মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে দ্বিতীয় বারের মত জয়যুক্ত করবেন আমি সেই বিশ্বাস করি। আমাকে ভোট দিয়ে অসমাপ্ত কাজ পরিপূর্ণ করবেন আমি সেই কামনা করি। দ্বিতীয় বারের মত আমাকে মেম্বার নির্বাচিত করার সুযোগ দিলে আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকব। শুরু থেকে যারা আমার নির্বাচনী প্রচার- প্রচারণাসহ আজকের গনমিছিল ও জনসভায় ৭নং ওয়ার্ডের সর্বস্থরের অংশগ্রহণ করে গনমিছিলকে সফল করায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।