লিডিং ইউনিভার্সিটিতে জটিলতা,সমাধান করলেন এমপি হাবিব

দৈনিকসিলেটডটকম
গত ১৩ মার্চ ২০২৩ তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জূরী কমিশন কর্তৃক জারিকৃত এক পত্রে অবগত হয়ে মঙ্গলবার (১৪ মার্চ ২০২৩) সন্ধ্যায় মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব এমপি বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য কর্তৃক নিয়োজিত উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলাকে নিয়ে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর বাসভবনে বিশ্ববিদ্যালয়ের সৃষ্ট জটিলতার সমাধানকল্পে এক আলোচনায় বসেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয় এবং সাংসদের নির্বাচনী এলাকায় সার্বিক পরিস্থিতির উন্নয়নএ স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার পরামর্শ দেন। দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা মাননীয় সাংসদদের সাথে একমত হন এবং দানবীর ড. সৈয়দ রাগীব আলীর আশির্বাদ নিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার অঙ্গীকার করেন। এই পর্যায়ে মাননীয় সাংসদ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিককেও আলোচনায় আমন্ত্রণ জানান এবং উপাচার্য ও ট্রেজারার মহোদয়গণকে পরিস্থিতির উন্নয়নে একসাথে কাজ করার পরামর্শ দেন।