সিলেটের মেয়ে ফারজানা খন্দকার

বিথী রানী নাথ
প্রতি সাপ্তাহে আমাদের প্রতিবেদনে একজন করে সাহসী ও কর্মঠ মানুষের গল্প নিয়ে হাজির হই। এই সাপ্তাহে আমাদের দৈনিকসিলেট’র কথোপকথনে সাথে ছিলেন ফারজানা খন্দকার।
যিনি সিলেটের মেয়ে।বয়স সবে ১৮ কিন্ত মিডিয়া জগতে আলো ছড়াচ্ছেন হাজারো তারার আলোকিত আলো হয়ে। ছুটোবেলা থেকেই তার স্বপ্ন ছিলো অভিনেত্রী হওয়ার।
তার সাথে আলাপনের প্রথম দিকেই তিনি জানান,,,তার প্রথম কাজ শুরু হয় মিউজিক ভিডিও দিয়ে।যেখানে তার পথপ্রদর্শক ছিলেন সিলেটের আরেক প্রতিভাবান ডিরেক্টর পাখী সোহেল।
এই ছুট্ট বয়েসে কাজের বর্ণনা জানতে চাইলে তিনি বলেন,, ১/ প্রথম মিউজিক ভিডিও = (রূপের কন্যা) কথা ও সুর জাকারিয়া তালুকদার ও সংগীত পরিচালক সুদীপ চক্রবর্তী ২/দ্বিতীয় মিউজিক ভিডিও = (প্রেমের চিঠি) কথাও সুর,সাধক মোফাজ্জল হোসেন , কন্ঠ শিল্পী ইমন ৩/তৃতীয় মিউজিক ভিডিও = (যদি যাই চলে) কন্ঠ শিল্পী অলক বিশ্বনাথ , সংগীত পরিচালক সুদীপ চক্রবর্তী ৪/ চতুর্থ মিউজিক ভিডিও = (পিরিতি বাজার আগের মত নাই ) কন্ঠ শিল্পী তশিবা সংগীত পরিচালক কথা ও সুর অবুঝ জিয়াউর ভিডিও পরিচালক সোহেল আহমেদ গানঃ তুমি বিনে জিতে মরা কথা ও সুরঃ অবুঝ জিয়াউর। কণ্ঠশিল্পীঃ পাগল হাসান। সঙ্গীত পরিচালক হাসনাত কবীর ভিডিও পরিচালনা সোহেল আহমদ।
ফারজানা খন্দকার আরো বলেন,,,আমি কাজে ডুবে থাকতে ভালোবাসি,,মানসিক এক শান্তি অনুভব হয় আমার,,,আমি আজীবন ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে চাই,, পাখী সোহেল ভাইয়ের অনুপ্রেরণা পেয়েছি সব সময়। আপনাদের সবার দোয়া চাই।