দক্ষিণ সুরমায় পুলিশ ও জামাত শিবির কর্মীদের মারামারি নিহত ১

স্টাফ রিপোর্টার ::
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ২৬ নং ওয়ার্ডের কদমতলী পয়েন্টে জামাত-শিবিরের ডাকা হরতালে পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়। খবর নিয়ে জানা যায়, গতকাল ১৭/০৯/২০১৩ ইং তারিখে জামাত ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের আদেশ হওয়ার সাথে সাথে সারা দেশের ন্যায় সিলেটে জামাত শিবিরের নেতাকর্মীরা তাণ্ডব শুরু করে। তারা কদমতলী পয়েন্টে বেশ কয়টি দোকান ভাঙচুরসহ অগ্নি সংযোগ করে।
এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করিলে তারা পুলিশের উপর গুলিবর্ষণসহ ইট পাটকেলসহ ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ফাঁকা গুলি বর্ষন করে। ঘটনার সময় দক্ষিণ সুরমার আজগর খান রাহাত গুলিবিদ্ধ হইলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ঘটনার বিষয়ে দক্ষিন সুরমা থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যুদ্ধপরাধী মামলায় জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় হইলে উশৃংখল জামাত শিবিরের নেতাকর্মীরা হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করে। পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ সহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয় এবং একজন পথচারী নিহত হয়। উক্ত ঘটনায় দক্ষিণ সুরমা থানার এস/আই মোহাম্মদ কাওসারুজ্জামান বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নং-দক্ষিণ সুরমা জিয়ার -১৭৮/১৩|
মামলার আসামিরা হলেন ১। শামীম আহমদ, ২) এম.এ. মান্নান, ৩) সাদেক আহমদ, ৪) মো: রায়হান উদ্দিন, ৫) শাহ ওলিদ, ৬) রিপন আহমদ, ৭) রুনু মিয়া, ৮) মাহবুব আহমদ, ৯) বিন আমিন, ১০) জালাল মিয়া, ১১) বাহার আহমদ, ১২) আনহার মিয়া, ১৩) আব্দুল লতিফ, ১৪) বারী মিয়া, ১৫) জাহেদ আহমদ, ১৬) আশরাফ মিয়া, ১৭) নজরুল ইসলাম, ১৮) দিলোয়ার হোসেন, ১৯) শাহ আলম, ২০) সাহেল আহমদ, ২১) জামাল মিয়া, ২২) কয়েছ আহমদ, ২৩) চেরাগ আলী, ২৪ ) ইকবাল হোসেন, ২৫) আলমগীর সহ অজ্ঞাতনামা ৫০০/৬০০জন। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে ঘটনাস্থলসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।