সিলেট জেলার ৮টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে

জহিরুল ইসলাম মিশু
সিলেট জেলার ৮টি ইউনিয়ন সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোগ্রহণ।
আমাদের বিশেষ প্রতিনিধি জহিরুল ইসলাম মিশু বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে জানিয়েছেন, ভোটার উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোট কেন্দ্রে আসছেন। তিনি জানান সকল কেন্দ্রেই নারী ভোটারের উপস্থিতি বেশি।
টুকেরবাজার এলাকার আলী বাহার ব্রাহ্মন ছড়া এলাকার প্রিজাইডিং অফিসার তপন কুমার বিশ্বাস বলেন ভোট সুষ্ঠু ভাবে হচ্ছে। ভোটার উপস্থিতি বেশি হওয়ায় ভোটগ্রহণ করতে একটু হিমশিম খেতে হচ্ছে। তিনি জানান আলী বাহার ব্রাহ্মন ছড়া এলাকায় সকাল ১০টা পর্যন্ত ভোট হয়েছে ৬%।
যে কোন পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১৩জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে খাদিমনগরে ২জন, খাদিমপাড়ায় ৮ ও টুকেরবাজারে ৩ জন।