সিলেটের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন

দৈনিকসিলেটডটকম
সিলেটের ৮ ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ছোট দুই একটি অপ্রীতিকর ঘটনা আর ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতা ছাড়া
বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোথাও ঘটেছে বলে খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সিলেট সদরের তিনটি ও ফেঞ্চুগঞ্জের পাঁচটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নগুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ।
এসব ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ১৯৯ প্রার্থী লড়াই করেন। ভোটগ্রহণ শেষে চলছে গণনা। গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।