খাদিমনগরে চশমা প্রতীকে দিলোয়ার হোসেন বিজয়ী

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সম্পন্ন হয় ভোটগ্রহণ। খাদিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা হেরে গেছে। জিতেছে চশমা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এ ইউনিয়নে সরকারি দল আওয়ামী লীগের নৌকার প্রার্থী ইকলাল আহমদ পেয়েছেন ১১ হাজার ৫৬০ ভোট।
আর স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ও বর্তমান চেয়ারম্যান দিলোয়ার হোসেন চশমা প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৩৫০ ভোট। মোট ৭৯০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন দিলোয়ার হোসেন।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে এ দু’জনই প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন