জ্যাকসের আইপিএল শেষ

দৈনিকসিলেটডেস্ক
বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার উইল জ্যাকস। ফিল্ডিংয়ের সময় পেশিতে পাওয়া চোটে তিনি ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে যান। দেশে ফিরে আক্রান্ত স্থানে স্ক্যান করানোর পর তিনি নাম প্রত্যাহার করে নিলেন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে।
গত ডিসেম্বরে হওয়া আইপিএলের ষোড়শ আসরের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে জ্যাকসকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাকআপ হিসেবে তাকে নেওয়া হয়েছিল তাকে। জ্যাকস ছিটকে যাওয়ায় বদলি হিসেবে নিউজিল্যান্ডের অল-রাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে নেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করছে ব্যাঙ্গালোর।
উল্লেখ্য, আইপিএলের গত নিলামে অবিক্রিত ছিলেন ব্রেসওয়েল। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। এদিকে সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরেই ওয়ানডে অভিষেক হয়েছিল উইল জ্যাকসের। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার দুই ওয়ানডেতে ব্যাট হাতে ২৭ রান ও বল হাতে ১ উইকেট নেন। জ্যাকসের কাছে নিজেকে প্রমাণ করার জন্য বড় মঞ্চ ছিল আসন্ন আইপিএল।