জনগণকে স্বাবলম্বী করতে ঐক্যবদ্ধভাবে ব্যবসা করতে হবে : ড. নাজিম উদ্দিন

দৈনিকসিলেটডটকম
কিয়াম এইচ আর ডি ইন্টারন্যাশনাল লিমিটেড ও সমাধান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এ এফ এম নাজিম উদ্দিন বলেছেন, দেশের জনগণকে স্বাবলম্বী করে তুলতে ঐক্যবদ্ধ ব্যবসা বাণিজ্যের প্রয়োজন। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। আত্মনির্ভরশীল জাতি গঠনে ও দারিদ্র্য বিমোচনে অর্থনৈতিক সমৃদ্ধির বিকল্প নেই। তাই কিয়াম এইচ আর ডি ইন্টারন্যাশনাল বিশ্বস্ততার সহিত সিলেটের জনগণের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায়। তিনি অর্থনৈতিক উন্নয়নে দেশপ্রেমের বাসনা নিয়ে ব্যবসার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
ড. নাজিম উদ্দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জেলরোডস্থ এক অভিজাত হোটেলের কনফারেন্সে হলে সুধীজন,ট্রাভেল ও ট্যুর ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক বিজনেস সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট সদর উপজেলা পরিষদের জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুরিয়ার সার্ভিস 24 লিমিটেডের হেড অফ মার্কেটিং নাজমুল হুদা অপু।এতে আরো বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, একে নিউজ মিডিয়ার পরিচালক আনোয়ার হোসেন, আল ফালাহ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুল কাহির, ট্যুর গাইড এসোসিয়েশনের সিলেট বিভাগের সেক্রেটারী মাজহারুল ইসলাম সাদী, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মী আশরাফুল ইসলাম ফাহাদ, ব্যবসায়ী ইমাদ উদ্দিন, ট্যুর ব্যবসায়ী এনামুল, হাফেজ আতিকুল ইসলাম, সার্জিকেল আর্টের পরিচালক শেখ জাবেদ আহমদ। অনুষ্ঠান বিপুল সংখ্যক ব্যবসায়ী, পেশাজীবি ও সুধীজন উপস্থিত ছিলেন। সেমিনার শেষে কিয়াম এইচ আর ডি এক নৈশভোজের আয়োজন করে।`