সিলেটে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

দৈনিকসিলেটডেস্ক
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ক্রিকেট ম্যাচ। আগামীকাল আইরিশদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। সিলেটে অনুষ্ঠিত ৩টি ওয়ানডে, চট্টগ্রামে ৩ টি-টোয়েন্টিসহ সব ম্যাচই বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে। মিরপুরে একমাত্র টেস্ট শুরু হবে সকাল ১০টায়।
ওয়ানডে দিয়েই দীর্ঘ তিন বছরের বিরতি কাটিয়ে চায়ের দেশ খ্যাত সিলেটে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। কাল থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ওয়ানডে সিরিজকে নিয়ে সিলেটের ক্রিকেট ভক্তদের মধ্যে উৎসাহের কমতি নেই।
সিলেটের ক্রিকেট ভক্তরা বলছেন, সিলেটের দর্শকদের মধ্যে ক্রিকেট নিয়ে উন্মাদনার কমতি নেই। এর প্রমাণ সবশেষ বিপিএল-এ পাওয়া যায়। অন্যান্য স্টেডিয়ামে যখন দর্শক খরা চলছিল তখন সিলেট স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূণ। কেন এই স্টেডিয়ামকে এত অবহেলা করা হয় সেই প্রশ্ন অনেকের। এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের সাথে সাথে আরো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের দাবি করেছেন সিলেটের ক্রিকেট ভক্তরা।