বানিয়াচংয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বানিয়াচং,প্রতিনিধি
১৭ মার্চ জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং কেক কাটা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফ সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, সাবেক প্রিন্সিপাল স্বপন কুমার দাস,মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকার, প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, স্থানীয় সরকার কর্মকর্তা দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদীউজ্জামান। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক শব্দ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের জলকাদা থেকে উঠে এসেছিলেন বলে জাতির আশা-আকাঙ্ক্ষা বুঝতে পেরেছিলেন। আর এজন্য বাংলার মানুষ তাকে ভালবেসে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলো।