শাবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার(১৭ মার্চ) সকালে সাড়ে আটটায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু কিশোরদের নিয়ে খেলাধুলা, সেমিনার ও আলোচনা সভা, মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সেমিনার ও আলোচনা সভায় অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমাদেরকে সোনার বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, দর্শন ধারণ করে তার আদর্শে আদর্শিত হতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতি তুলে ধরতে গিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তা ও দূরদর্শিতায় বাংলাদেশ দিন দিন উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে তিনি উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা দুর্নীতির কালো কার্তি তুলে ধরেন। বাংলাদেশ আজ রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে ছেঁয়ে গেছে। যদি এই দুর্নীতি না হতো, তাহলে এ দেশ আজ উন্নয়নের ধারায় আরও তিনগুণ এগিয়ে থাকত। এছাড়াও তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ, নির্দেশ ও উপদেশ বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছি এবং এর পরিপন্থী কোন কিছু দেখলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ পদক্ষেপ নিবে”। এতে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা ও রচনায় সাবলীলতা ও দূরদর্শিতা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো শফিকুল ইসলাম। এ আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও এ সময় রেজিস্ট্রার অধ্যাপক মো ফজলুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী,ছাত্র বিষয়ক পরিচালক ও বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।