বঙ্গবন্ধুর জন্মদিনে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবসে জেলা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের শিক্ষাসহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশের আয়োজনে স্কুল প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
এর পূর্ব সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্কুলের প্রধান শিক্ষক সাফাতুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পুলিশ সুপার এহসান শাহ,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)রেজাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবু সাঈদ,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী,ডিবির অফিসার ইনর্চাজ নন্দন কান্তি ধর,বিশিষ্ঠ ব্যবসায়ী মো. জিয়াউল হক,টিআই মো. হানিফ ও সার্কেল অফিসের ওসি মো. আমিনুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন,স্বাধীনতা পরবর্তী ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কিছু দেশবিদেশী য়ড়যন্ত্র আর কিছু বিদপগামি সেনা অফিসার ও স্বাধীনতা বিরোধীরা জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাঁগ্রস্থ করে ইতিহাস বিকৃত করতে চেয়েছিল। কিন্তু বাঙ্গালী জাতি,জাতির পিতার অবদানকে ধরে রেখে চলেছেন। আজ জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকীতে তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। জাতির পিতার স্বপ্নঁ বাস্তবায়নে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থানে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ এহসান শাহ বলেছেন,আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আমাদের মাঝে বেচেঁ না থাকলে ও বাঙ্গালী জাতি এবং বাংলাদেশের স্বাধীনতায় তিনি সবার হৃদয়ে বেচেঁ থাকবেন। আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন তা মানুষ বুঝতে পারছেন। এই দেশটি শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন,এই স্বাধীনতা সমুন্নত রাখতে এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ঐক্যের কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন তার কন্যার নেতৃত্বে পুলিশ বাহিনী জনগনের বাহিনীতে পরিণত হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন।