নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যতিক্রমী বঙ্গবন্ধুর জন্মদিন পালন

নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ প্রতিনিধি :
বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাতিক্রমীভাবে পালন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের বিশেষ সেবা দান করা হয়।
এছাড়াও সপ্তাহব্যাপি বিশেষ সেবার আয়োজন করা হয়েছে।নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আব্দুস সামাদ জানান, সকাল ৮টায় হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে দশটায় শিশু ভর্তির রোগীদের মাঝে নতুন জামা বিতরণ, সকাল ১১টায় স্বাস্থ্য খাতে বঙ্গবন্ধুর অবদান এবং বর্তমান সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি জানান, দুপুরে ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এরপর হাসপাতাল জামে মসজিদে জুমআর নামাজের পরে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য মিলাদ মাহফিল এবং দোয়া করা হয়। তিনি আরও জানান, সপ্তহ ব্যাপি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে বিশেষ সেবা প্রদান করা হবে।আলোচনা সভায় হাসপাতালে টিএচও আব্দুস সামাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন। এছাড়াও হাসপাতালের অন্যান আবাসিক চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারি ও চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরাও উপস্থিত ছিলেন।