বীর মুক্তিযোদ্ধারা আমাদের আবেগের জায়গায় রয়েছেন: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট

দৈনিকসিলেটডটকম
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট ইমরুল হাসান বলেছেন,বীর মুক্তিযোদ্ধারা আমাদের আবেগের জায়গায় রয়েছেন। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা দিয়েছে। সরকার মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরিসহ ভাতা বৃদ্ধি করে দিয়েছে।
রবিবার (১৯ মার্চ) জেলা প্রশাসন কর্তৃক মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যগণের সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিল নিয়ে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহান নগর এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া বিনতে সোলাইমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।