রাজপথে ছিলাম, রাজপথেই থাকবো: ফরহাদ চৌধুরী শামীম

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ১০মার্চ অনুষ্ঠিত মহানগর বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন রাজপথ ও জেলখানাই আমার ঠিকানা। অতীতে আপনাদের সাথে নিয়ে রাজপথে ছিলাম। ইনশাআল্লাহ ফ্যাসিবাদের পতন ঘটাতে আপনাদেরকে সাথে নিয়ে রাজপথেই থাকবো। তিনি বলেন শহীদ জিয়ার আদর্শিক কর্মিদের কাছে পদ পদবী মুখ্য নয়। পদ পদবী ক্ষনিকের, নেতাকর্মীদের ভালোবাসা ও নৈতিকতা নিয়ে পথ চলা সারাজীবনের। তৃনমুলের নেতাকর্মীদের যে ভালোবাসা পেয়েছি তা আমার আগামী দিনের পথ চলার পাথেয় হয়ে থাকবে।
রোববার বিকেলে নগরীর মুসলিম সাহিত্য সংসদে (সুলেমান হল) সিলেট মহানগরীর ২৭ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা সভায় তিনি একথাগুলো বলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগরীর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী। সভা পরিচালনা করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল।
সভায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে মহানগর বিএনপির সদ্য সাবেক আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, মহানগরীর ২৭ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।