নবীগঞ্জে মিশুকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের বাংলা বাজারে ব্যাটারি চালিত মিশুক গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোঃ আব্দুল কালাম (৬০) নামের এক পথচারীর। রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বাংলা বাজার মাষ্টার ব্রিকস ফিল্ডের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
মোঃ আব্দুল কালাম এনাতাবাদ গ্রামের মৃত আরমান উল্লার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আব্দুল কালাম পায়ে হেঁটে বাংলা বাজার যাচ্ছিলেন। বাংলা বাজার যাওয়ার পথিমধ্যে পিছন দিক থেকে একটি ব্যাটারি চালিত মিশুক গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনার খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর গৌতম সরকার।