শিক্ষার মান উন্নয়নে সরকার আন্তরিক: ফারুক আহমদ

কে.এম লিমন গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। শিক্ষাসহ গোয়াইনঘাট উপজেলার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। চলমান রয়েছে একাধিক প্রকল্প। এ সব বাস্তবায়িত হলে এর সুফল জন সাধারণ ভোগ করতে পারবেন।
মুসলিমনগর একটি আলোকিত এলাকা উল্লেখ করে তিনি আরও বলেন এই এলাকার শিক্ষানুরাগীরা মুসলিমনগর উচ্চ বিদ্যালয় স্থাপন করার স্বপ্ন দেখেছেন বলেই তা বাস্তবায়ন হয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক শতাধিক শিক্ষার্থী শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে ৮ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সোমবার দুপুরে মুসলিমনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আলী হোসেন ও যুব নেতা ইসমাইল হোসেন’র যৌথ পরিচালনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ মামুন খুকন, ম্যানেজিং কমিটির সদস্য মো: তৈয়ব আলী দুলু, শাহানুর সরকার, জয়নাল আবেদীন, মাজেদা আক্তার প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জালাল হোসেন, আব্দুল মান্নান, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, পূর্ব জাফলং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন আহমেদ, বিশিষ্ট মুরব্বি আব্দুস সহিদ, আব্দুস ছালাম, যুব নেতা কাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মহরম গাজী প্রমুখ।