হাওরে জলবায়ু উপযোগী ফসল ব্যবস্থার উন্নয়নে কৃষক প্রশিক্ষণ

জামালগঞ্জ প্রতিনিধি:
সুনাগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশের হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তন উপযোগী ফসল ব্যবস্থার নকশা প্রনয়ণ ও উন্নয়নে (২য় পর্যায়) কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অর্থায়নে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কৃষিতত্ত্ব বিভাগের আয়োজনে উপজেলার শিল্পকলা একাডেমিতে ৬০ জন কৃষক ও কৃষাণীকে এই প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের উপ-প্রকল্প পরিচালক প্রফেসর ড. উত্তম কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. সালাহউদ্দিন কায়সার, এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাওর এলাকায় এক ফসলী জমিকে দুই ফসলের আওতায় আনার জন্য সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে। কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। নতুন জাতের ধানের বীজ সংরক্ষণ ও পুরোনো জাতের ব্রি ২৮ ও ২৯ ধান চাষে নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি গবেষণায় নতুন জাতের ব্রি ৮৮-৮৯ চাষের উপর গুরুত্ব দিয়েছেন। সরকারের এ পরিকল্পনা বাস্তবায়ন হলে হাওরে কৃষি উন্নয়ন আরো একধাপ এগিয়ে যাবে।