এ বছরের মধ্যে সিলেটকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হবে: জেলা প্রশাসক

দৈনিকসিলেটডটকম
‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ বছরের মধ্যে সিলেটকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হবে। আগামি বুধবার ৩য় পর্যারের অবশিষ্ট এবং ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের কাছে জমিসহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন (ভার্চুয়াল) করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ মার্চ) নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেটে জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
তিনি জানান, অনুষ্ঠানে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও আশ্রয়ণ প্রকল্পে ১০০টি উপকারভোগী পরিবারেরর মধ্যে জমিসহ গৃহ প্রদান অনুষ্ঠানে গণভবন হতে ভার্চুয়াল মাধ্যমে সরাসরি সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী। সিলেট জেলার দক্ষিণ সুরমা, কানাইঘাট, জৈন্তাপুর ও ফেঞ্চুগঞ্জ উপজেলাকে “ভূমিহীন ও গৃহহীন মুক্ত” ঘোষণা করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট জেলার সকল উপজেলা মিলিয়ে সর্বমোট ৬০৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ প্রদান করবেন।
উল্লেখ্য, সিলেট জেলায় মোট গৃহহীন ও ভূমিহীন পরিবারের সংখ্যা ৫৫৬৩ টি। তন্মধ্যে সর্বমোট ৫৪৫৩ টি গৃহ নির্মানের বরাদ্দ পাওয়া গিয়েছে। ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায় মিলিয়ে সর্বমোট ৪৯৬ গৃহ নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি ১০৮৫ টি গৃহের মধ্যে ১৭৫ টি গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে। অবশিষ্ট ১১০ টি গৃহের বরাত প্রাপ্তির চাহিদা শীঘ্রই প্রেরণ করা হবে। এরই ধারাবাহিকতায় ২৩২৩ সালের শেষ নাগাদ সিলেট জেলাকে সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হতে পারে।