সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একদিনে ৩ জনের মুত্যু

দৈনিকসিলেটডেস্ক
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একদিনে ৩ জন মুত্যু বরণ করেছেন। সোমবার (২০ মার্চ) পৃথক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তারা। নিহত তিনজনের মধ্যে এক কিশোর ও দুই নির্মাণ শ্রমিক রয়েছেন।
এরমধ্যে দুইজনের বাড়ি জকিগঞ্জ উপজেলায়। অপরজনের বাড়ি বিয়ানীবাজার উপজেলায়।
জানা যায়, সোমবার (২০মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর সবুজবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ ও সাদিক নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। সবুজবাগ আবাসিক এলাকার ১নং রোডের ৭/বি নং বাসায় ভবন নির্মাণের কাজ করতে গিয়ে ভবনে পাম্প ব্যবহার করে পানি নিষ্কাশনের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুই নির্মাণ শ্রমিক প্রাণ হারান।
নিহত জাহিদ (২৭) জকিগঞ্জ উপজেলার বিয়াবাইলের বাসিন্দা ও সাদিক (২৫) বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের বাসিন্দা।
এদিকে সোমবার বিকাল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর নূরানী জামে মসজিদের নির্মাণাধীন ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহান আহমদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলার বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর গ্রামের বাবুল আহমদের ছেলে। এছাড়াও সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার দাখিল নবম শ্রেণির শিক্ষার্থী।