জাফলংয়ের হযরত শাহজালাল (রঃ) বা: উ: বি: সাংস্কৃতিক প্রতিযোগিতা

দৈনিকসিলেটডটকম
জাফলংয়ের হযরত শাহজালাল (রঃ) বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের কালিনগরে হযরত শাহজালাল (রঃ) বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইমাম হোসেনর সভাপতিত্বে ও যুব নেতা ইসমাইল হোসেন এর পরিচালনায় হযরত শাহজালাল (রঃ) বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মি: সুইটস এন্ড কোম্পানির চেয়ারম্যান আব্দুল করিম রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল তালুকদার। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জালাল হোসেন, ইউপি সদস্যা নাজমা বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, কানাইজুরি মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম, মেসার্স সাইফুল ট্রেডার্স এর পরিচালক জাকির হোসেন মিয়াজি, কালিনগড় জামে মসজিদের সভাপতি আব্দুস সহিদ, তামাবিল শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সূর্য তরুণ সমাজ কল্যান সংস্থার সাবেক সভাপতি জামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল ইসলাম, হানিফ মিয়া, হযরত শাহজালাল (রঃ) বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুর রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে হযরত শাহজালাল (রঃ) বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।