নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়েএসএসসি পরীক্ষার্থী ও প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্কুল মাঠে এসএসসি পরীক্ষার্থী-২০২৩ ও প্রধান শিক্ষক গোপেন্দ্র চন্দ্র দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার পুরকায়স্থ’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কামনাশীষ তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র কুমার তালুকদার পিন্টু, বিদায় সংবর্ধিত অতিথি গোপেন্দ্র চন্দ্র দাস, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ , বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দিপালী রানী তালুকদার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সমাজপতি, সমাজসেবক সুব্রত পুরকায়স্থ, অভিভাবক সদস্য সুষেন মজুমদার, রনধীর তালুকদার, শংকর তালুকদার, সিনিয়র শিক্ষক প্রজেশ পুরকায়স্থ, বেনু চন্দ্র কর, পরাগ তালুকদার, মাওলানা আব্দুল কুদ্দুস, রজত দাসসহ এসএসসি পরীক্ষার্থী নিপা পুরকায়স্থ, সমাপ্তি সরকার ও মৌ রানী সরকার, ১০ ম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ন্তী তালুকদার, জনার্ধন তালুকদার প্রমুখ।