ইফতার সামগ্রী ফুটপাত-রাস্তায় রাখা যাবেনা: পুলিশ কমিশনার

দৈনিকসিলেটডটকম
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: ইলিয়াছ শরীফ,বিপিএম-(বার),পিপিএম বলেছেন পবিত্র রমজানে ইফতার সামগ্রী ফুটপাত কিংবা রাস্তায় রেখে বিক্রি করা যাবেনা। হোটেলের সীমানার ভিতরে রেখে বিক্রি করতে হবে। একইভাবে দোকানদাররাও তাদের মালামাল দোকানের বাইরে রেখে বিক্রি করতে পারবেন না। এতে করে সাধারণ মানুষের চলাচলের পথ সংকুচিত হয়ে আসে এবং যানযট সৃষ্টি হয়।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত মাহে রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা নিয়ে এক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পবিত্র রমজানে সবধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে। যারা ব্যাংক থেকে টাকা উঠাবেন তারা প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে পারেন। তিনি বলেন সিলেটে অপরাধ কম কিন্তু সড়ক দুর্ঘটনা অনেক বেশি। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মুঃ মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো: রুহুল আলম, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. জাকারিয়া প্রমুখ।
পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো: জোবায়েদুর রহমান পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ সোহেল রেজা পিপিএম,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক )মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ।
এছাড়া সিলেট মেট্রোপলিটন এলাকার চার থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।।