শাবিতে মোবাইল অ্যাপ গেম-জব ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগের সহযোগিতায় মোবাইল অ্যাপ গেম ও জব ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক, আইসিটি বিভাগের মোবাইল গেম ও অ্যাপস প্রকল্প পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বিসহ বিভাগের শিক্ষকবৃন্দ। ফেস্টিভ্যালে কুইজ প্রতিযোগিতা, মোটিভেশানাল ওয়ার্কশপ, এনিমেশন মুভি, র্যাফেল ড্র, সিভি জমা ও ইন্টারভিউ নেওয়া হয়। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন বলেন, আমাদের দেশ তথ্য ও প্রযুক্তিতে অনেক এগিয়েছে বিগত সময় থেকে। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে আরো মনযোগী হওয়া প্রয়োজন। আমাদের বিশাল একটা তরুণ জনগোষ্ঠী রয়েছে। তারা যদি তথ্য ও প্রযুক্তির দিকে আরো এগিয়ে আসে তাহলে আমরা ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো।