বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

দৈনিকসিলেটডটকম
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার ২০২৩-২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মো. নাজিম উদ্দিনকে চেয়ারম্যান ও আলাউদ্দিন আল আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন ভাইস চেয়ারম্যান মো. মাছনুন হোসেন চৌধুরী, মো. আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইছহাক মিয়া, কোষাধ্যক্ষ মো. আলতাফ উদ্দিন, যুগ্ম কোষাধ্যক্ষ অমল কান্তি ভৌমিক, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম, শিরিন ইসলাম, খুরশিদা বেগম, রিনা খাতুন, শামীমা আক্তার, মো. আব্দুস সামাদ, রুফিয়া বেগম, মো. আবুল খায়ের ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা নীল কান্ত সিংহ, হিরণ মোহন বিশ্বাস।