ফসলরক্ষা বাঁধ কেটে মাছ শিকার, হুমকির মুখে চারশত একর ধান

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে মাছ শিকার করতে গনিয়াকুড়ি হাওরে ফসল রক্ষা বাঁধ কেটে দিয়েছে মাছ শিকারীরা। তবে গ্রামবাসী তাৎক্ষণিক ভেঙ্গে দেয়া বাঁধ মেরামত করায় রক্ষা পেয়েছে চারটি গ্রামের চারশত একর ধান। তবে এখনও এই বাঁধ দিয়ে হাওরে পানি প্রবেশ করায় হুমকির মুখে পড়েছে।এছাড়াও এই বাঁধ ভাঙ্গলে সন্ন্যাসী,এরালাকোনা দুটি হাওর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এনিয়ে মাছ শিকারী (জেলে) ও কৃষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এমনি অবস্থা বিরাজ করছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের পাশে গনিয়াকুড়ি হাওরে বাঁধে।
এই বিষয়ে মাছ শিকারী ও বাঁধ মেরামত করার জন্য এলাকাবাসী পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কৃষক মোঃ জায়েদ মিয়া৷
লিখিত আবেদনে জানাযায়, মাছ ধরার জন্য গত ২২/০৩/২০২৩ইং সকাল ৭টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের গনিয়াকুড়ি হাওরের পাশে মান্দিয়াতা গ্রামের আব্দুল ছত্তার,আব্দুল কাদির,আলী আমজদ,আব্দুল জব্বার,সজিব মিয়া,রাজীব মিয়া,বোরহান,দিলোয়ার,আলম, আলী জান,তুয়েল মিয়া দলবদ্ধ হয়ে মাছ ধরার জন্য গনিয়াকুড়ি হাওড়েরর বাঁধ কেটে ফেলে৷ এতে করে হাওরে পানি প্রবেশ করতে দেখা গেলে হাওর পাড়ের সাধারণ কৃষকরা তাদের কাছে গেলে গালি-গালাজ সহ মারধর করতে থাকে। এই বাঁধ মেরামত ও বাঁধ কর্তনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করায় জন্য ইউএনও হস্তক্ষেপ কামনা করেন৷
বাঁধ কাটার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আলী আমজাদ জানান,বাঁধ কাটার সাথে আমি জড়িত না। আমি কিছুই জানিনা। গনিয়াকুড়ি বিল সাত্তার সহ সাত আটজন ইজারা নিয়েছে। বাঁধ কাটা হলেও আবার মেরামত করা হয়েছে।
এবিষয়ে আব্দুছ ছাত্তার জানান,গনিয়াকুড়ি ইজারা নিয়েছি। কিন্তু বাঁধটি আমরা কাটি নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। পাহাড়ি ঢলের পানির চাপে ভেঙে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাজিনুর মিয়া জানান,মাছ ধরার জন্য বাঁধ কাটায় গনিয়াকুড়ি হাওরে কষ্টে ফলানো চারশত কৃষকের এক মাত্র বোরো ধান হুমকির মুখে পড়েছে। ফসল রক্ষায় কৃষকরা নিজেদের অর্থ্যায়নে এই বাঁধ নির্মাণ করে। সেই বাঁধ এখন মেরামত করা খুবেই প্রয়োজন। না হলে এখন বৃষ্টি হচ্ছে পাহাড়ি ঢল আসবে এই বাঁধ রক্ষা করা যাবে না। ফলে কৃষিজীবি লোকজন দুশ্চিন্তায় পরে যায়।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, হাওরে বাঁধ কেটে মাছ ধরার বিষয়ে লিখত অভিযোগ পেয়েছি৷ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে৷