সিশেলস’র জালে বাংলাদেশের ১ গোল

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিশেলস’র সঙ্গে প্রথমার্ধে ১ গোলো এগিয়ে গেল বাংলাদেশ। শনিবার (২৫ মার্চ) বিকাল ৩ টায় সিলেট জেলা স্টেডিয়ামে উভয় দেশের মধ্যকার বল গড়ায় সবুজ মাঠে। খেলার শুরু থেকেই সিশেলসকে সাথে রেখেছিল বাংলাদেশ।
বিকাল ৪ টা ৩৮ মিনিটে প্রথমার্ধের বিরতি হয়। এর আগে খেলার ৪১ মিনিটের মাথায় ৪টা ৩২ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪১ মিনিটে বাংলাদেশের পক্ষে গোলটি করেন ১৪ নং জাসীধারী খেলোয়ার তারেক রিয়ান গাজী।
এর আগে শনিবার (২৫ মার্চ) বিকাল ৩ টা ৫০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য গাজি নাবিল আহমদ। এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মজিবর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের সদস্য মাহি উদ্দিন সেলিম।
অতিথিবৃন্দ সিলেট জেলা স্টেডিয়ামে খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন। এরপর বেলুন উড়িয়ে খেলার সময় সূচনা করেন। এরআগে উভয় দেশের জাতীয় সংগীত অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ দল ও স্টেনিও স্টেভে বেনইট মারৈ’ নেতৃত্বে সিশেলস দল ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে পরস্পরের মোকাবেলা করছে।