শাবিতে ’সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা’ বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম সম্পন্ন

শাবি প্রতিনিধি :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে দুইদিনব্যাপী ‘সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার(২৪ ও ২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়াও সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় ও একই বিভাগের অধ্যাপক ও সিম্পোজিয়াম আহ্বায়ক ড. সুব্রত সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম ও ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. সাইয়েদ বদিউজ্জামান ফারুক।
আহ্বায়ক ড. সুব্রত সরকার জানান, দুই দিনব্যাপী সিম্পোজিয়ামে ৪টি টেকনিক্যাল সেশন, একটি প্যানেল ডিসকাশন এবং পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে কি-নোট স্পিচ প্রদান করেন ভারতের ইনকোইস হায়দ্রাবাদ এর বিজ্ঞানী ড. নিমীত কুমার ও যুক্তরাজ্যের রিসার্চ ফেলো ইউনিভার্সিটি অব প্লাইমাউথ ড. ইমোজেন নেপার।
এতে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্যসহ ৫টি দেশের ৩০০ জন অংশগ্রহণ করেন।’
সিম্পোজিয়ামে সেন্টার ফর পার্টিসেপেটরি রিসার্চ এন্ড ডেবোলপমেন্ট (সিপিআরডির) এবং শাবির সমুদ্রবিজ্ঞান বিভাগের মধ্যে একাডেমিক কাজে পারস্পরিক সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান ড. সুব্রত সরকার।
সিম্পোজিয়ামের আগে বিভাগটি ১২ দিনব্যাপি ‘সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা’ বিষয়ে এক প্রশিক্ষণ কমর্শালার আয়োজন করেছে।