দেখা মিলল ওসি হারুনের

দৈনিকসিলেটডেস্ক
নামটা হচ্ছে হারুন, আর হারুন এতো সহজে হারে না। ডায়লগ কি মনে করিয়ে দেয় তুখোড় অভিনেতা মোশাররফ করিমকে? যার অভিনয় মুগ্ধ করেছিল দেশের মানুষের মন। গল্পটা ‘মহানগর’-এর।
হইচই অ্যাপের মুক্তির পরপরই দারুণ আলোচিত হয় ওয়েব সিরিজটি। সেসময় এর নির্মাতা আশফাক নিপুণ জানান খুব শিগগিরই ‘মহানগর-২’ মুক্তি দেওয়া হবে।
অবশেষে সেই কথা রাখলেন নির্মাতা। প্রকাশ্যে আনলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন তথা মোশাররফ করিমকে। আসছে ঈদে চমক হিসেবে মুক্তি পাচ্ছে ‘মহানগর-২’। তারই ধারাবাহিকতায় আজ শনিবার সিরিজটির একটি টিজার প্রকাশ হয়েছে।
নিপুণ জানান, আসছে ঈদের বিশেষ চমক হিসেবে হইচই মুক্তি দিচ্ছে ‘মহানগর-২’। তারই প্রচারণার অংশ হিসেবে প্রকাশ হলো এক মিনিটের টিজার। যেখানে নিপুণ ওসি হারুনের কণ্ঠে বলেছেন সিরিজটি নির্মাণের প্রেক্ষাপট।
টিজারে বলা হয়, ‘এই মহানগরে প্রতিদিন হাজার হাজার মানুষ পিসে যায় সিস্টেমের চাকায়। এই সিস্টেমের কোনায় কোনায় ভূত। ভূতদের সাথে পাল্লা দিতে হলে মাঝে মাঝে নিজেকেও ভূত সাজতে হয়।’
তবে এই সিজনে ওসি হারুনের সঙ্গে নতুন-পুরনো মিলিয়ে আর কারা অভিনয় করছেন, সেটি এখনো প্রকাশ করেননি নিপুণ কিংবা হইচই কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, চমক থাকছে আরও। যা ক্রমশ প্রকাশ্য বলে জানান নির্মাতা।