শাবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

শাবি প্রতিনিধি :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ বাঙালির মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) দিবসটিকে ঘিরে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম,রেজিস্ট্রার অধ্যাপক মো ফজলুর রহমান , শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসন, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী,ছাত্র বিষয়ক পরিচালক ও বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনা পারভীন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপরই বিশ্ববিদ্যালয়ের দিবস উদযাপন কমিটি, শাবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু গবেষনা সেল, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ,শাবি অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম
এছাড়াও দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বিভিন্ন দেশাত্মবোধক গান প্রচার করা হচ্ছে।