মহান স্বাধীনতা দিবসে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

দৈনিকসিলেটডটকম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর নেতৃবৃন্দ। রবিবার (২৬ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি মোঃ জাকারিয়া আহমদ, প্রচার ও প্রকাশ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মামুন রশিদ, কার্যকরী সদস্য আলতাব চৌধুরী, এম বরকত আলী, রাজা আহমদ রাজা, জেলা কমিটির সেবুল আহমদ, মুক্তিযোদ্ধা উপ-কমিটির সম্পাদক কামরুল ইসলাম, সদস্য জগলু মিয়া, শ্রমিক নেতা ওয়ারিছ আলী, আফজল আহমদ, দেলোয়ার হোসেন, অফিস সহকারী রাসেল আহমদ। এছাড়াও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি