আগামী ৩০ মার্চ সিলেট কল্যাণ সংস্থার স্মারকলিপি প্রদান

দৈনিকসিলেট ডটকম :
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ২৫ মার্চ ২০২৩ শনিবার বিকাল ২.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক ঘন্টার তৃতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় সহ সিলেট মহানগরীর যানজট ও দুর্ঘটনা আলোকপাত করে ব্যাপক আলোচনা করা হয়।
সিলেট মহানগরীর ফুটপাত দখল, রাস্তার দ’ুপাশের্^ যত্রতত্র গাড়ি পার্কিং এর ফলে নগরীর প্রায় পয়েন্টেই যানজট মারাত্মক আকার ধারণ করায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। সাথে নগরীর রাস্তায় উভয় দিকে সবধরণের বাহনের বেপরোয়া গতির কারণে বিভিন্ন জায়গায় মুখোমুখি সংঘর্ষে প্রায়শই দুর্ঘটনা ঘটে। তাই মহানগরীর গলির রাস্তা ব্যতিরেখে প্রতিটি ছোট-বড় রাস্তায় যানজট ও দুর্ঘটনা এড়াতে ডিভাইডারের দাবিতে আগামী ৩০ মার্চ বৃহস্পতিবার বেলা ১২.০০ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং সিলেট বিভাগীয় সড়ক ও জনপদ অধিদপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সড়ক জোন, সিলেট বরাবরে স্মারকলিপি প্রদান করার উদ্যোগ গ্রহন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক (সিলেট মহানগর) মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক দিপক কুমার মোদক বিলু ও সদস্য নুর মোহাম্মদ সাজু।
উল্লেখ্য, সিলেট কল্যাণ সংস্থার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১০ মার্চ শুক্রবার এক ঘন্টার প্রথম প্রস্তুতি সভা ও ১৮ মার্চ শনিবার এক ঘন্টার দ্বিতীয় প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। আগামী ০১ এপ্রিল শনিবার বিকাল ২.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে এক ঘন্টার চতুর্থ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।