দুবাইয়ে সেহরি খেয়ে ঘুমন্ত অবস্থায় গোলাপগঞ্জের যুবকের মৃত্যু!

গোলাপগঞ্জ প্রতিবেদক :
দুবাইয়ে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমন্ত অবস্থায় আক্কাস আলী নামে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মার্চ) নিজ রুমে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।সে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শিকপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে। ৫ বোন ও ৪ ভাইয়ের মধ্যে আক্কাস আলী ৫ম ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই আব্বাস আহমদ।
তিনি বলেন, প্রায় ৮/৯ মাস আগে তিনি জীবিকার তাগিদে দুবাইয়ে যান। সেখানে একটি রেস্টুরেন্টে শ্রমিকের কাজ করতেন তিনি। রোববার সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে তিনি নিজ রুমে ঘুমিয়ে পড়েন। যোহরের দিকে নামাজের জন্য অন্যরা এসে ডাক দেন। কোন সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে তারা তার লাশ দেখতে পান। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এদিকে আক্কাস আলীর মৃত্যুর খবর দেশে এসে পৌঁছালে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।