ইংল্যান্ডের কাছে হারার বিষাদ ভুলে জ্বলে উঠলো ইতালি

দৈনিকসিলেটডেস্ক
ইংল্যান্ডের কাছে হারার বিষাদ ভুলে জ্বলে উঠলো ইতালি। মাল্টার মাঠে পেলো সহজ জয়। রোববার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জেতে রবার্তো মানচিনির দল। দলের জয়ে অবদান রেখে বিরল কীর্তি গড়েন ইতালিয়ান মিডফিল্ডার মাত্তেও পেসিনা। মাল্টার মাঠে ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় ইতালি। গোলটি করেন ফরোয়ার্ড মাতেও রেতেগুই। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মনজার ইতালিয়ান মিডফিল্ডার মাত্তেও পেসিনা। আর এই গোলেই রেকর্ড গড়েন তিনি। ইতালিয়ান সিরি আ’র ক্লাব মনজার প্রথম ফুটবলার হিসেবে ইতালি জাতীয় দলের হয়ে গোল করার কীর্তি গড়লেন পেসিনা। নিজের রেকর্ডের কথা অবশ্য জানতেনই না তিনি।
ম্যাচ শেষে রাই স্পোর্টসকে পেসিনা বলেন, ‘আমি আসলে জানতাম না এটা। এই গোল বাদেও আমি দলের জয়ে খুশি। এই ম্যাচগুলো কখনই সহজ ছিল না। আজকে (রোববার) যেমনটা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউরো বাছাইয়ে প্রথম জয়ে পয়েন্ট টেবিলে একটা স্থান পেয়েছি আমরা।’ প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হারে ইতালি। ‘সি’ গ্রুপে রাতের অন্য ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারায় ইংল্যান্ড। ৩৭তম মিনিটে হ্যারি কেইনের গোলে লিড নেয় ইংলিশরা। ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। ইউরো বাছাইয়ের দুই ম্যাচে ১টি করে হার ও জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ টেবিলের দুইয়ে ইতালি। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। তিনে থাকা নর্থ মেসিডোনিয়ার পয়েন্ট ৩। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ইউক্রেন এবং মাল্টার পয়েন্ট শূন্য। ম্যাচ শেষে ইতালি কোচ রবার্তো মানচিনি বলেন, ‘এগুলো এমন ম্যাচ যেখানে আপনি সবকিছু হারাতে পারেন এবং তা খুব বাজে ভাবে।’ ম্যাচের শুরুতেই লিড নেয়ার বিষয়টি ইতিবাচক মনে করছেন মানচিনি। তিনি বলেন, ‘ভালো বিষয় হলো, ম্যাচের শুরুতেই আমরা নিয়ন্ত্রণ পাই। আরও বেশি গোল করতে পারতাম আমরা। তবে এই ম্যাচগুলো খুব কঠিন।’