মাধবপুরে অভিযান: ক্ষতিকর কীটনাশক জব্দ” প্রতিষ্ঠানকে জরিমানা

নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ক্ষতিকর কীটনাশক ক্রয়বিক্রয়ের অভিযোগে এক ব্যবসায়ীকে নগদ টাকা জরিমানা প্রদান ও কীটনাশক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনজুর আহ্সান মাধবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ক্ষতিকর কীটনাশক বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় রবিন বীজঘরের স্বত্বাধিকারী আব্দুর রহিম বেপারী (৫৭) কে ৩ হাজার টাকা জরিমানা ও জি- স্টার নামক অনুমোদন বিহীন ও ক্ষতিকর কীটনাশকের ২ ডজন বোতল জব্দ করে বাজেয়াপ্ত বলে ঘোষণা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ক্ষতিকারক কীটনাশক যাচাই-বাছাইয়ের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান। মাধবপুর থানার পুলিশের একটি দল ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন