চুনারুঘাটে শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ বিতরণে বিমান প্রতিমন্ত্রী

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ১৩৬ টি ল্যাপটপ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ২৮ লাখ ৮০ হাজার টাকা, ১০০ জন ছাত্রীকে বাইসাইকেল এবং জনশুমারী ও প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ গৃহগণনা ২০২১ প্রকল্পের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেটসমূহ বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী ।
বুধবার (২৯মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এ উপলক্ষে উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে ল্যাপটপ বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর , ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, আবিদা খাতুন, ওসি মোঃ রাশেদুল হক, পৌর আওয়ামিলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, পৌর মেয়র মো: সাইফুল আলম রুবেল, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, উপজেলা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, পিআইও প্লাবন পাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার সহ দলীয় নেতা-কর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন ।
বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেন, বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন উনয়নমূলক কর্মকাণ্ডে উপজেলার ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমানের দৃশ্যমান পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ, বয়স্কভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারের সকল সুযোগ-সুবিধার আওতায় আনা হয়েছে। প্রত্যেকটি জাতি গোষ্টির ঐতিহ্য রক্ষায় সরকার বদ্ধ পরিকর, তাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।