ক্ষমার চিঠি হাতে পেলেন মাধবপুরের পংকজ

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
ভবিষ্যতে সংগঠনের স্বার্থপরিপন্থি কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা পেয়েছেন মাধবপুর পৌর আওয়ামী লীগের সাবেক নেতা পংকজ কুমার সাহা। মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা অভিযোগ সংগঠন থেকে অব্যাহতি পাওয়া মাধবপুর পৌর আওয়ামী লীগ নেতা পংকজ কুমার সাহাকে ক্ষমা করেছে আওয়ামী লীগ। গত মঙ্গলবার (২৮’মার্চ) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে তাকে ক্ষমা ঘোষণা করা হয়েছে। এতে বলা হয় পংকজ কুমার সাহা ভবিষ্যতে দলের গঠনতন্ত্র নীতি ও আদর্শ পরিপন্থী কোন কার্যকল্যাপে জরিত না থাকার বিষয়ে লিখিত অঙ্গীকার করলে তাকে এই ক্ষমা করা হয়। গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের ধারা মোতাবেক ক্ষমা প্রদর্শন করা হয়। পত্রে উল্লেখ্য করা হয়েছে। এইদিকে পংকজ কুমার সাহা পৌর আওয়ামী লীগের ক্ষমা পাওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, হবিগঞ্জ জেলা আ.লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী,এবং হবিগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আগামী দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকের বিজয় নিশ্চিতে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। উল্লেখ পঙ্কজ কুমার সাহা কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য হিসাবে আ,লীগের রাজনীতিতে জরিত হন। দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও যুবলীগের রাজনীতির পরে সর্বশেষ তিনি পৌর আওয়ামী লীগ রাজনীতিতে জরিত হয়ে দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন।