নবীগঞ্জে সৎ ভাইদের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের সৎ ভাইদের সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ এনে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এ ছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের উপর এখই ঘটনায় থানা ও কোর্টে একাধিক মামলা রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ফরুক আহমেদ ফারুক, সোহেল আহমদ সুইল আতিক উল্লা, রুহেল মিয়া, পারভী, পাপিয়া সুফিয়া গংরা এলাকায় একের পর এক অপকর্ম করে যাচ্ছেন। সাদুল্লাপুর গ্রামের জিলু মিয়া দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার সুবাধে অভিযুক্তরা তার জায়গা জোর পূর্বক দখল করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
কিছুদিন পূর্বে ওই জায়গায় অভিযুক্তরা জোরপূর্বক কাজ করতে গেলে জিলু মিয়া, তার ভাই ও আত্মীয় স্বজনরা বাধা দিয়। এ সময় অভিযুক্তরা তাদের উপর হামলা করার চেষ্টা করে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে ওই বিষয়ে এলাকায় শালিস বিচার বসলে শালিসের অমান্য করে ফরুক আহমেদ ফারুক, সোহেল আহমদ সুইল আতিক উল্লা গংরা।
পরে কোন উপায় না পেয়ে ৫ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ওই জায়গার উপর ১৪৪ ধারা জারি করেন। এরই জের ধরে জুহি আক্তার ও তার ভাই রাস্তায় দিয়ে যাতায়াত করলে ফরুক আহমেদ, সোহেল আহমদ তাদের বাধা প্রদান এবং এই রাস্তা দিলে চলাফেরা করলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এই ঘটনায় মহিলারা আতংক নিয়ে গ্রামে বসবাস করছে। তারা সে এই লোকদের কাছ থেকে বাচতে আইনের সহযোগিতা কামনা করছে।