বর্ষপূর্তি উদযাপন করলো শাবিপ্রবির ‘কিন’ স্কুল

শাবিপ্রবি প্রতিনিধি :
সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ পরিচালিত ‘কিন স্কুল’র ১৯ তম বর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার( ৩১ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের অধীন শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই উদযাপন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে ‘কিন’র উপদেষ্টা ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন ও শাফি কনসালটেন্সির কর্মকর্তা মকফুর চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় KIN স্কুলের শিক্ষার্থীদের আঁকা ছবির প্রদর্শনী, সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কিন-স্কুলের ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রসঙ্গত, “চেনা হোক প্রতি মুখ শিক্ষার আয়নায়” এই মূলমন্ত্রকে অন্তরে ধারণ করে ২০০৪ সালের ২৬শে মার্চ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কিন স্কুল।