শাবিতে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’এর ৩০০১ নং কক্ষে শিক্ষার্থীদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির আহবায়ক তানিম খন্দকারের সভাপতিত্বে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, সিলেট আহলে সুন্নাত ওয়াল জামাতের সহসভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।
আলোচনায় অথিতিবৃন্দ ইসলামে এবং মুমিনদের জন্য রমাদানের গুরুত্ব ও তাৎপর্যের নানা বিষয়ে আলোকপাত করেন।
এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন