শাবিতে মাভৈ: আবৃত্তি সংসদের নেতৃত্বে নতুন মুখ

শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কবিতা আবৃত্তি বিষয়ক একমাত্র সাংস্কৃতিক সংগঠন ‘মাভৈ: আবৃত্তি সংসদ’র ২৩তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের শাহরিয়ার আফরিন প্রকৃতি ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের নাইমুর রহমান মনোনীত হয়েছেন। তারা উভয়ই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রবিবার(২ এপ্রিল) সন্ধ্যায় ইউনিভার্সিটি সেন্টারের ২০৫ নম্বর কক্ষে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি রাকিব রায়হান রাফি ও ইশরাত জাহান প্রিমা, সহ সাধারণ সম্পাদক আকলিমাতুলজান্নাত ফাবিয়া, সাংগঠনিক সম্পাদক নাবিলা নাহিয়ান, সহ সাংগঠনিক সম্পাদক শতাব্দী মহোন্ত ও রায়হান উদ্দিন, কোষাধ্যক্ষ সাদিয়া আঞ্জুম শৌমি, সহ কোষাধ্যক্ষ সারানা চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নিশাত জাহান হক,সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জয় রায়, প্রচার সম্পাদক আকাশ মজুমদার, সহ প্রচার সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক সাকিবুন নাহার মারজান। এছাড়াও কার্যকরী সদস্যরা হলেন মো: আমিরুল কায়েস, নিলুফার খানম সাবরিন,সানজিদা সুহী এবং জ্যেষ্ঠ কার্যকরী সদস্যরা হল রাজর্ষি ভট্টাচার্য্য ও দীপংকর দাশ বৃন্ত।