মাধবপুরের ইউনিয়ন যুবলীগে’র বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অব্যাহত রাখতে ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মাধবপুরের ১নং ধর্মঘর ইউনিয়ন যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ এপ্রিল) বিকালে ৫টায় ধর্মঘর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিজান মিয়া,ও সঞ্চালনায় করেন ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া।
বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মাধবপুর উপজেলা যুবলীগে’র সভাপতি মোঃ ফারুক পাঠান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম,বিশেষ অতিথি ধর্মঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল।
বিশেষ অতিথি উপজেলা যুবলীগ জনশক্তি ও কর্মস্থান বিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ শানু,ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ এবং জাতীয় শ্রমিক লীগ,কৃষক লীগ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও এলাকায় অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ বর্ধিত সভার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার বর্গ ও জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন উপজেলা সহ সভাপতি হাজী আবু তাহের।