৯৯৯ জরুরি সেবা সাময়িক বন্ধ
দৈনিকসিলেট ডেস্ক :
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরিষেবাটি স্থগিত করা হয়েছে। আমরা শিগগির এটি চালু করার চেষ্টা করছি।’
জাতীয় জরুরি পরিষেবা অফিসটি বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের কাছে অবস্থিত এবং আগুনের কারণে টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ ব্যাহত হচ্ছে বলে জানান সাত্তার।
৯৯৯ কর্তৃপক্ষ নাগরিকদের অনুরোধ করেছে, কোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় পুলিশ স্টেশন বা ফায়ার স্টেশনে যোগাযোগ করতে।