প্রশাসনের পক্ষ থেকে পালিত হয়েছে তেলিয়াপাড়া দিবস

আবুল হাসান ফায়েজ
জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে পালিত হয়েছে তেলিয়াপাড়া দিবস। আজ ৪ঠা এপ্রিল হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়ায় নির্মিত বুলেট আকৃতির স্মৃতিসৌধ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রধান অতিথি জাতীয় পতাকা এবং বীর মুক্তিযোদ্ধাগন মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা উত্তোলন শেষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, চুনারুঘাট উপজেলা কমান্ডার আঃ সামাদ, মাধবপুর কমান্ডার আব্দুল মালেক মধু, জেলা সন্তান কমান্ড এর সভাপতি বাকী বিল্লাহ, মাধবপুর কামান্ডের সভাপতি ওসমান মিয়া, সাংবাদিক শংকর পাল সুমন ,আইয়ূব খান প্রমুখ। বক্তারা ম্যানেজার বাংলোটিকে মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর ঘোষণা এবং জাতীয় ভাবে তেলিয়াপাড়া দিবস পালনের দাবী জানিয়েছেন। উল্লেখ্য ১৯৭১ সনের ৪ঠা এপ্রিল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগনের ম্যানেজার বাংলোতে বসেছিল মুক্তিযোদ্ধের প্রথম বৈঠক। এতে মাতৃভূমিকে স্বাধীন করতে জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট ও অবসরপ্রাপ্ত ২৭জন সেনা কর্মকর্তা অংশ গ্রহন করেছিলেন। এ বৈঠকেই সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ বিষয়ক অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছিল। মুক্তিযুদ্ধকালীন সময়ে তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোটি ছিল ৩নং সেক্টর কার্যালয়। ৩নং সেক্টর কার্যালয়টি বর্তমানে ন্যাশনাল টি কোম্পানীর ম্যানেজার বাংলো হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর পূর্ব-দক্ষিণ কোণে ২,৩ ও ৪নং সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে নির্মিত বুলেট আকৃতির স্মৃতিসৌধ।